বিএনপির মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দায়িত্বশীল রাজনৈতিক দল, বিশেষ করে তাদের সহযোগী অঙ্গসংগঠন ও ছাত্র সংগঠনগুলোর প্রতি জোরালো আহ্বান—তারা যেন অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা, অপপ্রচার ও কুৎসা রটনার এই ক্ষতিকর চক্র বন্ধ করেন।

সোমবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সম্প্রতি ছাত্রদলকে লক্ষ্য করে যেভাবে একটি উদ্দেশ্যমূলক ঘটনা সাজানো হয়েছে, তা অত্যন্ত অগ্রহণযোগ্য। কিন্তু আরও বেশি উদ্বেগজনক বিষয় হলো, কিছু সংবাদমাধ্যম যাচাই না করেই সেই অপপ্রচারকে দ্রুত ছড়িয়ে দিয়েছে। এটিকে কোনোভাবেই সাংবাদিকতা বলা যায় না—এটি বরং এক ধরনের যোগসাজশ।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বর্তমানে এক সংবেদনশীল সন্ধিক্ষণে রয়েছে—যাএকটি গুরুত্বপূর্ণ রূপান্তর পর্ব। এই সময়ে রাজনৈতিক পরিপক্বতা, সংযম এবং নৈতিক নেতৃত্ব অত্যন্ত জরুরি।

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটুকু অন্তত স্পষ্ট হওয়া জরুরি যে, কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে মিথ্যা ও প্রোপাগান্ডার স্থান থাকতে পারে না। সত্য, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বই দেশের অগ্রগতির পথ দেখাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

The post মিথ্যাচার ও অপপ্রচারের রাজনীতি এখনই বন্ধ করুন: মির্জা ফখরুল appeared first on Ctg Times.