খুলনা জেলার কয়রা উপ‌জেলায় রাত আড়াইটার দি‌কে ভা‌গ্নের ধারা‌লো অ‌স্ত্রের আঘা‌তে ইমরুল সানা আহত হ‌য়ে‌ছেন।আহত‌দের আজ সোমবার (৯ জুন) খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, কয়রা সদর ইউনিয়নের কয়রা গ্রামের মোঃ ইমরুল সানা বাজার থেকে দোকান বন্ধ করে যাওয়ার সময় তার আপন ভাগিনা মোঃ ইমরুল সানাসহ অজ্ঞাত ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তি চিৎকার করলে স্থানীয় লোকজন দৌড়ে আসে। তা‌কে উদ্ধার ক‌রে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠি‌য়ে দেয়।

এ ঘটনায় কয়রা থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে পু‌লিশ জানায়।

 

খুলনা গেজেট/এনএম

The post কয়রায় জ‌মি-জমা সংক্রান্ত বি‌রো‌ধে ভা‌গ্নের কো‌পে মামা আহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.