সোমবার (৯ জুন) দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান (শরীয়তপুর- ঢাকা) সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এসে শেষ হয়।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ৩ জুন সকালে এইচ.এম. জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকেই আন্দোলনের ছাত্রদলে একাংশে নেতাকর্মীরা। মিছিল পাল্টা মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত ছিল জেলা শহরের পরিবেশ।
বিকেলের দিকে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের সমর্থকরা। নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সেই কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ।
ছাত্রদলের একাংশের নেতা এবং আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, এই কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে অছাত্র ও বিবাহিতদের দিয়ে গড়া যা ছাত্র রাজনীতির জন্য চরম অপমানজনক। তাই গঠনতন্ত্র পরিপন্থি এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ পর্যন্ত এই কমিটি বাতিল করা না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।
এদিকে, নতুন কমিটির আহবায়ক এইচ.এম. জাকির বলেন, কেন্দ্রীয় কমিটি শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ঘোষণা করেছেন। কিন্তু কিছু দুষ্টলোক, যারা নিজেদের ছাত্রদল মনে করে, কিন্তু তারা ছাত্রদলের না। তারা আওয়ামী লীগের লোকজন সঙ্গে নিয়ে মিছিল করে শরীয়তপুর শহরটাকে অশান্তি করে তুলছে।
রুহুল আমিনসহ স্থানীয় বাসিন্দারা বলেন, ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ, হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে।এতে ঈদের সময় মানুষের ভোগান্তি হচ্ছে। বিক্ষোভকারীরা তাদের দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারেন। কিন্তু তা করছেন না। তাদের আন্দোলনের কারণে আমাদের সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।
The post শরীয়তপুরে কাফনের কাপড় পরে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ appeared first on Ctg Times.