অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত, নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কি না—এ নিয়ে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে।
রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, বেশিরভাগ দল ডিসেম্বরেই নির্বাচন চেয়েছে। এরপর রয়েছে রমজান, পরীক্ষা, কালবৈশাখীর ঝড়বৃষ্টি—এই সময়ে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব—এই দাবি করে তিনি আরও বলেন, নির্বাচন পেছাতে যারা প্রভাবিত করছে, সেই প্রভাব থেকে সরকার মুক্ত হয়ে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
The post ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে: আমীর খসরু appeared first on Ctg Times.