নড়াইলে মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত (৪৮) সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী। সোমবার (৯ জুন) দুপুরে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মাগুরা সদরের রেরইল পলিতা গ্রামের নুরুল ইসলাম মাষ্টারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত,খায়রুল ইসলামের ছেলে রিপন মাহমুদ (৩৬) ও একই গ্রামের কিব্রাজ মোল্যার ছেলে শাহারিয়া ইসলাম জয় (১৯) এবং একই উপজেলার বাটাজোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪৮) ও নুরুল মোল্যার ছেলে তকুব্বার মোল্যা (৪০)।
জানা যায়, সোমবার সকালে মাগুরা থেকে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাত সহ তার পাঁচ সহযোগী নড়াইল সদর এলাকায় প্রবেশ করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে সদর হাসপাতাল এলাকা থেকে দুপুর নাগাদ মনির ডাকাত সহ পাঁচজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প। এসময় মনিরের দেহ তল্লাশি করে একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত দেড় ডজন স্পর্শকাতর মামলা রয়েছে চিহ্নিত মনির ডাকাতে বিরুদ্ধে। সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে মনির ডাকাত গ্রেপ্তার হলেও বেশ কয়েকটি মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। বিকালে মনির ডাকাত সহ গ্রেপ্তার পাঁচ অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘মাগুরায় ডাকাতি সহ বেশ কয়েকটি মামলার আসামি মনির সহ পাঁচ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
খুলনা গেজেট/এমএম
The post নড়াইলে শীর্ষ সন্ত্রাসী মনিরসহ গ্রেপ্তার ৫ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.