অনলাইন ডেস্ক: জেলার সিংড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । আজ সোমবার সকাল নয়টায় বড়সাঁঐল গ্রামে এই স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।

নাটোরের সিংড়া কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন, গাইনি, হাড়জোড়, নাক, কান, গলা, ডেন্টালসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এবং জনসেবা হাসপাতালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্যে তিনশ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বিকেলে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব মাঠে সিংড়া উপজেলার চামারী ও ইটালী ইউনিয়নের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান অন্যতম উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী আব্দুল হাকিম।

বিএমএ সভাপতি এবং নাটোরের সিংড়া কল্যাণ সমিতির সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

সূত্র: বাসস

The post ঈদ উপলক্ষে নাটোরে চার শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান appeared first on সোনালী সংবাদ.