অনলাইন ডেস্ক: জেলায় আজ সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত দু’জন সম্পর্কে বাবা-ছেলে।

আজ সোমবার দুপুর ২টার দিকে কলাতলী বীচের সায়মন পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন শাহীনুর রহমান (৬০) এবং তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কলাতলী বীচে দায়িত্বরত লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, দুই পর্যটক বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই পর্যটক শাহীনুর রহমান ও তার ছেলে সিফাতকে মৃত ঘোষণা করেন।

সমুদ্র সৈকতে দুই পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, দু’জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: বাসস

The post কক্সবাজার সৈকতে পানিতে ডুবে দুই পর্যটকের মৃত্যু appeared first on সোনালী সংবাদ.