গত ১৫ বছরে চামড়া শিল্পের যে অধপতন আর নৈরাজ্য সিন্ডিকেট গড়ে উঠেছে সেটা এতো দ্রুত ভাঙা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (৯ জুন) দুপুরে দক্ষিণ পশ্চিমঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাট পরিদর্শনকালে এ মন্তব্য করে তিনি।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা চামড়া শিল্পে সবার আগে এতিমখানা, মাদরাসার স্বার্থ রক্ষায় কাজ করছি। আমরা কাজ করছি দেশের চামড়া শিল্পের স্বার্থ ও ভবিষ্যত নিয়ে। চামড়া শিল্পে গত ১৫ বছরে যে অধপতন ঘটেছে, সেই নৈরাজ্য সিন্ডিকেট ভেঙে দেয়ার জন্য সারাদেশে আমি ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াচ্ছি। সবকিছু পর্যবেক্ষণ করছি, এছাড়া কন্ট্রোল টিমও কাজ করছে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, চামড়া শিল্প রক্ষার্থে অন্তর্বর্তী সরকার যত কর্মকান্ড করেছে, বাংলাদেশের ইতিহাসে কোন সরকার তা করেনি। চামড়ার মূল্য সঠিক ও বৃদ্ধি করার লক্ষে সাড়ে সাত লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। লবণ দিয়ে সরকার চামড়ার মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা কাজ করেছে। অনেক মাদরাসা আছে, লবণ ছাড়া চামড়া দিয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার মূল্য নির্ধারণ করে না। অনেক মৌসুমি ব্যবসায়ী চামড়া সম্পর্কে ধারণা না থাকাতে নষ্ট করেছে, ফলে তারা কাঙ্খিত দাম পায়নি।

তিনি আরও বলেন, ট্যানারি মালিকদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের প্রণোদনার ২২০ কোটি টাকা ঈদের আগে ছাড় করেছে সরকার। বাজার ব্যবস্থাপনা সম্পসারণ করেছি। আমরা যে পদক্ষেপ নিয়েছি বহিবিশ্বে চামড়া শিল্পের চাহিদা তৈরি হবে। চামড়ার নৈরাজ্য নিয়ে এখনোও সরকারের উপর দায় চাপিয়ে দেয়া হচ্ছে। সবার সহযোগিতা পেলে আমরা লক্ষ্যে যেতে পারবো।

এ সময় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, চামড়ার হাট পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা যশোর সদর উপজেলার বারীনগরে ইউএসএইডের অর্থায়নে স্থাপিত সবজি হিমাগর পরিদর্শন ও উদ্বোধন করেন।

The post চামড়া শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ কাজ করেছে: বাণিজ্য উপদেষ্টা appeared first on Ctg Times.