বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গুম, খুন ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে বিএনপি। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এসব হত্যাকাণ্ডের বিচার করা হবে।

রোববার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিন রাজধানীর পল্লবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম ও রাজনৈতিক সহিংসতায় নিহত নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি পল্লবীর বাসিন্দা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবন ও ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘটিত ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

পরে তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত পল্লবী থানা শ্রমিকদলের সহ সভাপতি বিল্লাল গাজীর বাসায় যান। সেখানে নিহত বিল্লালের মায়ের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। আমিনুল হক নিহত বিল্লালের সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

এসময় বিএনপি নেতা আমিনুল হক বলেন, নিহতদের পরিবারগুলো শুধু রাজনৈতিক সহিংসতার শিকার হয়নি, তারা বিচারহীনতার শিকারও। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

The post বিএনপি ক্ষমতায় এলে সব হত্যাকাণ্ডের বিচার হবে : আমিনুল হক appeared first on Ctg Times.