চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেছেন, “ভোট একটি পবিত্র আমানত। এই আমানত যেখানে-সেখানে না দিয়ে, যোগ্য, সৎ ও খোদাভীরু মানুষের হাতে তুলে দিতে হবে। ডা. আবু নাসের গরিবের ডাক্তার হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এবার আমরা তাঁকে গরিবের এমপি বানাতে চাই।”
৯ জুন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাসেরের গ্রামের বাড়ি আকুবদন্ডিতে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ নাসের।
বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী এবং ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি আব্দুর রহিম।
সভা সঞ্চালনায় ছিলেন বোয়ালখালী থানা জামায়াতের সেক্রেটারি মো. ইমাম উদ্দিন ইয়াসিন। আরও বক্তব্য রাখেন নগর জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিয়া মো. হোসাইন শরীফ, কদুরখীল ইউনিয়নের আমীর ফরিদ উদ্দিন, চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নুরুল হোসাইন এবং আইআইইউসি’র সহযোগী অধ্যাপক ড. ইকবাল হোসাইন।
সভায় ডা. আবু নাসের বলেন, “আল্লাহ যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীও একজন পেশাদার চিকিৎসক। আমাদের পরিবার চলবে ইনশাআল্লাহ। এখন আমার জীবনের লক্ষ্য হলো মানুষের খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।”
বিশেষ অতিথি মাহবুবুল হাসান রুমী বলেন, “ডা. আবু নাসের একজন ত্যাগী সমাজসেবক। তিনি শুধু একজন চিকিৎসক নন, গরিবের আপনজন। সংসদে গিয়ে তিনি সাধারণ মানুষের কথা বলবেন, এটা আমাদের প্রত্যাশা।”
সভার বক্তারা বলেন, যে সমাজে সৎ, আদর্শবান ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ মানুষ নেতৃত্বে আসেন, সেই সমাজেই প্রকৃত উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হয়। ডা. আবু নাসেরের মতো জনদরদি প্রার্থীকেই আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।
The post গরিবের ডাক্তার থেকে গরিবের এমপি—ডা. আবু নাসেরকে সংসদে দেখতে চান মোর্শেদ চৌধুরী appeared first on Ctg Times.