যশোরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই কুপিয়ে হত্যা করলো ভাই মইন উদ্দিনকে (৪৫)। এ সময় অপর ভাই জমির উদ্দিনকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। নিহতের মৃতদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত জমির উদ্দিনকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৯ জুন) বিকাল পৌনে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে। নিহত মইন উদ্দিন একই গ্রামের আজিজ মোল্লার ছেলে।
আহত জমির উদ্দিনের ছেলে সাগর জানান, বিকেল পৌনে ৫ টায় আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইন উদ্দিনের সাথে কথা কাটাকাটি চলছিল আমার বাপের চাচাতো ভাই আশিকের সাথে। এক পর্যায়ে আশিক আমাদের পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাবা ও চাচা মিলে প্রতিবাদ করলে আশিক ধারালো অস্ত্র নিয়ে আমার বাবা জমির উদ্দিন ও চাচা মইন উদ্দিনকে কুপিয়া গুরুতর আহত করে। আমরা বাবা ও চাচাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় চাচা মইন উদ্দিন মারা যান এবং বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। অভিযুক্ত আটক হবে।
খুলনা গেজেট/এইচ
The post জমি নিয়ে বিরোধে যশোরে ভাইকে কুপিয়ে হত্যা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.