হোটেলে চেকইন করার সময়ই বুঝতে পারলাম যে এই হোটেলের অধিকাংশ অতিথি বাংলাদেশি। কেউ বেড়াতে, কেউ ব্যবসার কাজে এসেছেন। তবে বেশির ভাগের আগমন চিকিৎসার্থে।