অনলাইন ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে হাসিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন ) বিকাল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর সহায়তায় লালমনিরহাট মিশন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী এমি খাতুনকে (২১) ধারালো ছুরি দিয়ে পিঠে আঘাত করে হত্যা করেন হাসিবুল।

এরপরই তিনি পালিয়ে যান। পরে নিহতের পিতা একরামুল হক এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পাটগ্রাম থানা পলাতক আসামিকে ধরতে সমন্বিত অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। টানা অভিযানের অংশ হিসেবে সোমবার সেনাবাহিনীর টহলের সময় মিশন মোড় এলাকা থেকে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারের পর আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

The post ঈদের দিন স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার appeared first on সোনালী সংবাদ.