ঈদের ব্যবসায়িক ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মো. হাসিবুল হাসান ও মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হয়।
বিষয়টি আগে থেকে দুদেশের ব্যবসায়ীদের অবহিত করে রাখা হয়। তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
The post আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু appeared first on Ctg Times.