বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা চলছি। এই সংগঠনটাকে (বিএনপি) আর জিয়া পরিবারকে দেশের মানুষ এমনভাবে গ্রহণ করেছে যা অন্য পরিবারকে গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, জিয়া পরিবার ছাড়া বাংলাদেশের অন্য কোনো পরিবার এতো দরদ ও ভালোবাসা নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেনি। বরং উল্টোটা করেছে। মনে আছে স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচার ৭২-৭৩-৭৪ ও ৭৫ এর দুর্ভিক্ষ ও দুঃশাসনের কথা।

সোমবার (৯ জুন) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেছেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা কিভাবে দেশ শাসন করেছে, কিভাবে ভোট করেছে, ভোট দিতে দেয়নি, ভোটার করেনি, জোর করে ক্ষমতা দখল করেছিল, সেই অত্যাচার নির্যাতনের কথা মনে আছে।’ আজকে ফ্যাসিস্ট পালিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু এপ্রিল মাসে রোজার মধ্যে ভোট হলে প্রচারণা আমাদের হয়না, বিবেচনার দাবী রাখছি রোজার আগেই যেন ভোট হয়। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন আমরা গণমাধ্যমে দেখেছি তারেক রহমানের সঙ্গে সাক্ষাত হতে পারে, যদি হয় জনগণ খুশি হবে, গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠক জরুরী।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম আজাদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, শাহ মো.এমরান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

The post জিয়া পরিবার ছাড়া জনসম্পৃক্ত হয়ে কেউ কাজ করেনি: এ্যানী appeared first on Ctg Times.