আজ মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা বলেন।
এসময় তিনি বলেন, পুলিশের কেউ যদি মামলা বাণিজ্য দুর্নীতিতে জড়িত হন, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে আমরা অ্যাটাচ করে রেখেছি। ইতিমধ্যে আমি ৩০-৪০ জনকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। যদি আরও ৩০-৪০ জনকে বাড়ি পাঠাতে হয়, একটুও কুণ্ঠিত হব না, যদি কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়।’
এক প্রশ্নের জবাবে এসময় উপদেষ্টা জানান, ‘পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগে বলা হতো জিডি এবং মামলা পুলিশ নিতে চায় না। এ জন্য আমরা ইতিমধ্যে মামলার গ্রহণ প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন জিডি ঘরে বসেই করা যায়। ফলে মামলা করার জন্য এখন আর মানুষকে থানায় যেতে হবে না, তাই হয়রানি পোহাতে হবে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা বলেন রিমান্ডে নিয়ে নির্যাতনের কথা। এখন থেকে জিজ্ঞাসা করার জন্য আমরা কাচের মতো ঘর করে দিব। অন্যরা দেখতে পারবে, তার সাথে খারাপ আচরণ করা হচ্ছে কি না।’
The post আপনারা লোকজনকে সচেতন করেন, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা appeared first on Ctg Times.