মাইকেল সমরেশ দত্তের মতো এমন লোক আছেন বলেই হয়তো সমাজে এখনো মানবতা বেঁচে আছে আর টিকে থাকে, কিংবা বলা যায় টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে। এই আশাটুকু করা যায়। আর এমন ব্যক্তিরা আছেন বলেই হয়তো সমাজে এখনো মানুষ মানুষকে বিশ্বাস করে। মানুষের মধ্যে বিরাজমান সৃষ্টিকর্তার ওপর মানুষ ভরসা রাখে। প্রচলিত কথা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—কথাটা যেন সার্থকতা পায় এই ‘ঈশ্বরপুত্র’ উপন্যাসের পাতায় পাতায় লেখা শব্দগুলোতে।