বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নতুন এক উন্মাদনা তৈরি হয়েছে গোটা দেশে। মাঠে খেলা দেখার জন্য ছাড়া ১৮ হাজারের বেশি টিকিট মুহূর্তেই হয়ে যায় শেষ। হাজারো মানুষ অনেক চেষ্টা করেও পাননি মাঠে বসে সরাসরি খেলা দেখার সুযোগ।

তবে যারা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন না, তাদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ম্যাচের অফিশিয়াল সম্প্রচার চ্যানেল টি-স্পোর্টস জানিয়েছে, ‎দেশের আটটি স্থানে বড় পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি দেখানো হবে।

স্থানগুলো হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় ও বরিশালের বেল’স পার্ক।

এছাড়া রাজধানীর রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলার দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) মোট ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে।

জায়গাগুলো হচ্ছে ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।

উল্লেখ্য, ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। ‎২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে হবে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসর। সেখানে ২৪ দল লড়বে শিরোপার জন্য। বাংলাদেশও সেই ২৪ দলের একটি হতে চায়। যারপরনাই আজকের ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই হাবিয়ের কাবরেরার শিষ্যদের।

তবে মূল আসরে খেলা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপের লড়াইটা দারুণ জমে উঠেছে। বাংলাদেশসহ বাকি তিন দল হংকং, ভারত ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান এক করে।

The post যেসব জায়গায় বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ appeared first on Ctg Times.