পাক-ভারত সামরিক উত্তেজনার মধ্যে ভারতের যুদ্ধবিমান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এবার সেইসব প্রশ্নের শক্ত জবাব দিতে নিজেদের যুদ্ধবিমানে পরিবর্তন আনছে ভারত। চলতি মাসের শেষের দিকে ভারতীয় বিমানবাহিনী নতুন যুদ্ধ বিমান পেতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে।

সোমবার (৯ জুন) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাল তেজাসের নতুন এই যুদ্ধ বিমানটি এক বছরের বেশি সময় বিলম্ব হওয়ার পর অবশেষে যুক্ত হতে যাচ্ছে দেশটির বিমানবাহিনীতে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুরোনো মিগ-২১ ও জাগুয়ার যুদ্ধ বিমানগুলোকে দেশীয় উৎপাদিত বিমান দিয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে ভারতে ৪২ স্কোয়াড্রন যুদ্ধ বিমানের পরিবর্তে রয়েছে মাত্র ৩১ স্কোয়াড্রন।

এতে বলা হয়েছে, ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ে ৪০টি তেজাস বিমান পেয়েছে ভারতীয় বিমানবাহিনী। এখন তারা তেজাসের উন্নত এওয়ান (A1) ভ্যারিয়েন্ট পেতে যাচ্ছে। এই ভ্যারিয়েন্টকে পশ্চিমা মানের আরও কাছাকাছি হবে বলে দাবি করছে ভারত।

এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেজাসের এই উন্নত সংস্করণে যুক্ত করা হয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) প্রযুক্তি, যেটি তৈরি করেছে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের একটি সহযোগী প্রতিষ্ঠান এলটা। এই প্রযুক্তি পুরোনো ইসরায়েলি রাডারের পরিবর্তে ব্যবহৃত হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এলটা ভারতকে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাও সরবরাহ করছে। এছাড়া ভারতীয় পাইলটরা ব্যবহার করবেন এলবিটের তৈরি সর্বাধুনিক হেলমেট-মাউন্টেড সাইট, আর বিমানগুলোতে যুক্ত থাকবে রাফায়েলের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র।

The post যুদ্ধবিমানে পরিবর্তন আনছে ভারত appeared first on Ctg Times.