বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী স্টেডিয়ামের গেট খোলা হয়েছে দুপুর ২টায়। তবে তারও দু-তিন ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে আসা শুরু করে সমর্থকরা। আর যখন গেট খোলার সময় ঘনিয়ে আসে, তখন ৩৬ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামের চারদিকে রীতিমত জনসমুদ্র।

মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়াম এবং গুলিস্তান মোড় সংলগ্ন এলাকায় দেখা যায় এমন চিত্র। সকাল থেকেই ভিড় করতে থাকেন ফুটবল ভক্তরা।

বাংলাদেশ দলের জার্সি পড়ে অনেকেই দলবেধে খেলা দেখতে এসেছেন। হাতে জাতীয় পতাকা, রয়েছে ব্যানার-ফেস্টুনও। সেখানে বিভিন্ন স্লোগান-ও দেখা গেছে। একজনের ব্যানারে লেখা ‘হামজা-শোমিত-ফাহমিদুলের ঠিকানা; পদ্মা মেঘনা যমুনা’। আরেকজনের প্ল্যাকার্ডে লেখা, ‘কোটি মানুষের প্রাণের সুর; বাংলার ফুটবল ফিরে আসুক’।

আরেক ভক্তকে দেখা গেছে নিজের চুলের স্টাইলে হামজাকে অনুকরণ করতে। কেউ বলছেন, মিডফিল্ড ভালো হওয়ায় অ্যাসিস্ট করতে পারা অনেকেই আছেন দলে, তবে লক্ষ্যভেদ করতে হলে উইঙ্গারদেরও ভালো করতে হবে।

তর্কসাপেক্ষে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এখন বাংলাদেশের। অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে হামজা চৌধুরী, শোমিত শোম কিংবা ফাহমিদুল— মহাদেশীয় প্রতিযোগিতার শুরুটা জয় ছাড়া অন্য কিছু ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হলেও বিকেল ৫টার পর স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না। তাই আগেভাগেই দর্শকসারিতে নিজেদের আসন নিশ্চিতে স্টেডিয়ামের প্রতিটা গেটে ভিড় করছে খেলা দেখতে আসা ফুটবল ভক্ত-সমর্থকরা।

The post স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র appeared first on Bangladesher Khela.