পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়েছে তাদের ফিরতি ফ্লাইট, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এদিন সকাল ১১টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩৬৯ জন হাজি ঢাকা পৌঁছান।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে ১৯ জন সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।

চলতি হজ মৌসুমে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিয়েছে। হজের অনুমোদন না থাকা সত্ত্বেও কার্যক্রম চালানোয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিরাপদে ও ভোগান্তি ছাড়াই হজ পালন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন হজ যাত্রীরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর কর্তৃপক্ষ হাজিদের জমজম কূপের পানি ও ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মোট ৭টি ফ্লাইটে আড়াই হাজারেরও বেশি হাজি দেশে ফিরবেন।

The post হজ শেষে দেশে ফিরছেন হাজিরা appeared first on Ctg Times.