ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে পাঠানপাড়া ও উত্তরপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার দুই কিশোর পাঠানপাড়ার ‘এরাবিয়ান হেবসা অ্যান্ড ফুচকা হাউস’-এ ফুচকা খেতে গিয়ে টিস্যু পেপার চাওয়া নিয়ে কর্মচারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কিশোরদের মারধর করা হয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই এলাকায়।
দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত আটটার পর মসজিদের মাইকে লোকজনকে আহ্বান জানিয়ে সংঘর্ষে অংশ নিতে বলা হয়। এতে আশপাশের গ্রামের লোকজনও যুক্ত হয়ে পড়েন।
সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন এবং যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দুর্ভোগে পড়েন যাত্রীরা। উত্তরপাড়ার লোকজন দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
এরাবিয়ান হেবসা অ্যান্ড ফুচকা হাউসের মালিক মুজিবুর পাঠান বলেন, ‘আমার অন্তত চার লাখ টাকার ক্ষতি হয়েছে, দোকানও লুট করেছে।’ অন্যদিকে ‘স্বপ্নপূরী ফুচকা হাউস’-এর মালিক শামীম পাঠান জানান, তাঁর দোকান থেকেও এক লাখ টাকা লুট ও কয়েক লাখ টাকার মালামাল ভাঙচুর করা হয়েছে।
সরাইল থানার ওসি রফিকুল ইসলাম জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ঘটনাকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
The post মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক appeared first on Ctg Times.