প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) যুক্তরাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। তার দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে প্রতিরক্ষা, বিমান চলাচল, এবং পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে আলোচনা, যা নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিন দুপুর ১২টায় তিনি এয়ারবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এতে উড়োজাহাজ প্রযুক্তি ও বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মেনজিস অ্যাভিয়েশনের সঙ্গে বৈঠক করবেন। যেখানে বিমানবন্দরে সেবাদান ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে বিকেল ২টায় তিনি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (APPG) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় কমনওয়েলথভুক্ত দেশের সহযোগিতা, উন্নয়ন এবং অভিন্ন কৌশলগত লক্ষ্য নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এসব বৈঠকের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা ও কৌশলগত অংশীদারত্বকে আরও দৃঢ় করা।

The post লন্ডনে প্রধান উপদেষ্টার ব্যস্ত দিন—যখন, যেখানে, যাদের সঙ্গে সাক্ষাৎ appeared first on Ctg Times.