এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হচ্ছে প্রবাসী মিডফিল্ডার শমিত সোমের। কানাডাপ্রবাসী এই তারকা ফুটবলার সরাসরি শুরুর একাদশে সুযোগ পেয়েছেন।

তবে এই খবরে কিছুটা নাটকীয়তাও আছে। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে মূল একাদশে জায়গা হারিয়েছেন।

এছাড়াও, ভুটানের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে এসেছে আরও দুটি পরিবর্তন। আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ হৃদয়, এবং লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।

এই রদবদলগুলি ম্যাচের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশের একাদশ  : মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সামিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।

The post শমিতের অভিষেক, বেঞ্চে জামাল appeared first on Bangladesher Khela.