সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। খেলা শুরুর ৫ ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেট খুলে দিয়েছিল কর্তৃপক্ষ। ইতোমধ্যে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে।
তবে ইচ্ছা থাকলেও উপায় নেই স্টেডিয়ামে বসে খেলা দেখার। তাই যারা মাঠে গিয়ে খেলা উপভোগ করতে পারছেন না, তাদের জন্য রয়েছে সহজ উপায় মোবাইল বা টিভির পর্দায় সরাসরি খেলা দেখার ব্যবস্থা।
বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি। সন্ধ্যা ৭টার ম্যাচ শুরুর আগে রয়েছে বিশ্লেষণভিত্তিক ম্যাচপূর্ব আলোচনা। কেবল টিভি ছাড়াও টি-স্পোর্টস-এর অফিশিয়াল অ্যাপে ম্যাচটি দেখা যাবে, তবে তার জন্য অবশ্যই অ্যাপে সাবস্ক্রিপশন থাকতে হবে। এছাড়া Sportzfy সহ কিছু জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং অ্যাপেও ম্যাচটি দেখা যাবে।
যারা লাইভ দেখতে পারবেন না, তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বিভিন্ন ক্রীড়াবিষয়ক ফেসবুক পেজে ম্যাচ চলাকালীন স্কোর আপডেট ও গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও ক্লিপস পেয়ে যাবেন। #BANvSGP হ্যাশট্যাগ ব্যবহার করে থাকবে বিশ্লেষণ ও ভক্তদের প্রতিক্রিয়া।
মাঠে উপস্থিত না থেকেও ঘরে বসে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন ফুটবলভক্তরা। লাল-সবুজের পতাকা, জার্সি আর ভুভুজেলার সঙ্গে ম্যাচ উপভোগে প্রস্তুত অনেকে। জয় হোক মাঠে কিংবা ঘরে—ভালোবাসা যেন একই রকম প্রগাঢ়।
The post মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-সিঙ্গাপুরের হাইভোল্টেজ ম্যাচ appeared first on Bangladesher Khela.