অনলাইন ডেস্ক: দেশের ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকবে।
রাজধানী ঢাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কম হলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় এমন গরম লাগছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
পূর্বাভাস অনুসারে, বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
পরদিন শুক্রবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এই দুই দিনই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টি হলে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে।
The post তীব্র গরমের মধ্যে কবে বৃষ্টি নামবে, জানাল আবহাওয়া অফিস appeared first on সোনালী সংবাদ.