প্রেস বিজ্ঞপ্তি: টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট বগুড়ায় ঈদুল আজহার তৃতীয় দিনে ক্যা¤পাস মুক্ত মঞ্চে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের উদ্যোগে টিটিআই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই সকালে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন এবং অনুষ্ঠানের উদ্বোধন হয়।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টিটিআই প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ অধ্যাপক আনসার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভিন, উপদেষ্টা আয়েশা বেগম, উপদেষ্টা ডেনিস কাওয়ালিস্কি, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মতিউর রহমান, টিএমএসএস পলিটেকনিক ইন্সটিটিউট জয়পুরহাট-এর অধ্যক্ষ জাহেদুর রহমান, পরিচালক ইকরামুল হক, লাইন ম্যানেজার আব্দুস সবুরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জি. আর. এম মাসুদ রানা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে কৌতুক, কবিতা আবৃত্তি, একক অভিনয়, নিত্য ও সঙ্গীত পরিবেশিত হয় এবং বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে টিটিআই এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

The post টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের পুনর্মিলনী  appeared first on সোনালী সংবাদ.