পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শতবর্ষের একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক শরিফুল ইসলামের পরিচালনায় বিকালে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আকবর আলী।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) নৌপরিবহন মন্ত্রণালয় এর যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) একেএএম ফজলুল হক।
বিশেষ অতিথির ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, রেশম উন্নয়ন বোর্ডের উপপরিচালক তরিকুল ইসলাম (রকেট), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন ও নিতপুর ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম।
The post নিতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন appeared first on সোনালী সংবাদ.