গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রেরণাদায়ী অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও অলিম্পিয়াড পুরস্কার বিতরণী।
মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে এই আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোদাগাড়ী (পুসাগ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শরীফ উদ্দীন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। এই আয়োজন নতুন উদ্দীপনার জন্ম দেবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের অধ্যাপক ড. আব্দুল হাসিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মতিন, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাহমুদ সালাস (বিপ্লব), রাজশাহী ক্যান্টনমেন্টের অফিসার আব্দুল করিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল-আমিন, রাজশাহী কলেজের প্রভাষক আতিফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী আলী এবং ওসি আসিফ ইকবাল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ। অতিথিরা শিক্ষার্থীদের কৃতিত্বের প্রশংসা করে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
The post গোদাগাড়ীতে ঈদ পুনর্মিলনী ও শিক্ষাবিদদের মিলনমেলা appeared first on সোনালী সংবাদ.