গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বারান্দায় রাখা বালতির পানিতে ডুবে মদিনা নামের ১০ মাসের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাসমারী গ্রামে। শিশুটি ওই গ্রামের আল আমিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু মৃত্যুর ঘটনা ঘটে। শিশুটিকে বারান্দায় খেলছিল। মা ঘুমাচ্ছিলেন। পাশে একটা পানি ভর্তি বালতি রাখা ছিলো। শিশুটি হামাগুড়ি দিয়ে ওই বালতির ভিতরে পরে যায়। বালতির পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

তবে কিছু কিছু লোকজন ভিন্ন মন্তব্য প্রকাশ করেন। এতটুকু শিশু ওই বালতির উপরে উঠলো কেমন করে? বালতিতে শিশু উঠতে গেলে বালতি উল্টে যাওয়ার কথা! স্থানীয় ব্যক্তি আশরাফুল ইসলাম কদম বলেন, অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। ওই বাড়ীতে আর কেউ ছিল না। মশিন্দা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু appeared first on সোনালী সংবাদ.