‘আমার অধিকার কি আমি নিতে পারমু না? মাইরা ফেলবে এই জন্য? গুম-খুন করে ফেলবে? ওরা তো ওই চেষ্টা করছেই।’ গুমের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব ছিল ভয় ও নীরবতা। গুম থেকে বাড়ি ফিরে যাওয়া ব্যক্তিদের জীবনে ‘ভয়’ সংস্কৃতি গভীরভাবে প্রবেশ করেছে। এরা ট্রমাটাইজড হয়ে যান। এমনকি তাদের নিজস্ব বাড়িতেও নিরাপদবোধ মনে করেন না। এক ধরনের ভয় কাজ করে সব সময়। গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয়… বিস্তারিত