গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “এটি আমার মেয়ের সম্পত্তি, যা আমি গভর্নর হওয়ার অনেক আগে ২০২৩ সালে কেনা হয়েছিল। আমার মেয়ে বিবাহিত এবং ব্যবসার কারণে দুবাইতে তার স্বামী ও সন্তানদের সাথে থাকে। তার প্রায় ৪০ বছর বয়সে সে নিজেই একটি বাড়ি কিনতে পারে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই।”
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের একটি পোস্ট গত সোমবার (৯ জুন) শেয়ার করেন সজীব ওয়াজেদ জয়। ওই পোস্টে দাবি করা হয়, “জুলাই ষড়যন্ত্র বিপ্লবের পর হঠাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যাওয়া আহসান এইচ মনসুর, তার আদরের মেয়ে মেহেরিন সারা মনসুরের নামে গত ২৪ ডিসেম্বর ২০২৪ সালে মাত্র ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছেন!”
পোস্টটিতে আরও বলা হয়, “তথ্যমতে, দুবাইতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ের নামে ১৩ দশমিক ৫ মিলিয়ন দিরহামের প্রোপার্টির (৪৫ কোটি) খোঁজ পাওয়া গিয়েছে।” একই পোস্টে আহসান এইচ মনসুর অর্থ পাচারের সাথে জড়িত বলেও অভিযোগ করা হয়, যদিও এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ উল্লেখ করা হয়নি।
The post ‘আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’: দুবাইতে মেয়ের ফ্ল্যাট নিয়ে অভিযোগের জবাবে গভর্নর appeared first on Ctg Times.