বিশ্বের সবচেয়ে বড় আমগাছের আলাদা কোনো রেকর্ড করা না হলেও বাংলাদেশে একটি আমগাছ এই রেকর্ডের মালিক হতে পারে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারীর সীমান্তে মণ্ডমালা গ্রামে এই আমগাছ অবস্থিত।