এবার ঈদের পরে দীর্ঘ ছুটি থাকায় ঈদের পর তিনদিন পর্যন্ত ঢাকায় ফেরা যাত্রীদের চাপ দেখা যায়নি। গত কয়েকদিনের তুলনায় আজ যাত্রীর চাপ বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহণ সংশ্লিষ্টরা।
ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বৃহস্পতিবার, শুক্র ও শনিবার সর্বোচ্চ থাকতে পারে বলে জানিয়েছেন বাস মালিক শ্রমিকরা। তারা বলছেন, মূলত আগামী রোববার (১৫ জুন) থেকে খুলছে সরকারিসহ সব ধরনের অফিস ও শিল্প প্রতিষ্ঠান।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের পোস্তগোলা, জুরাইন, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রায়েরবাগ, শনির আখড়া, মেডিকেল, কাজলাসহ আশেপাশের এলাকায় বাস থেকে নামতে দেখা গেছে। এসব এলাকা এখন ঢাকায় ফেরা মানুষের আনাগোনায় মুখর।
গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি কর্মচারীরা টানা ১০ দিন ছুটি পাচ্ছেন। গত ৫ জুন থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। আগামী ১৪ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
The post ফের রাজধানীতে বাড়ছে যাত্রীর চাপ appeared first on Ctg Times.