বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা অনুযায়ী, যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এই বৈঠকটি আগামী শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ মঙ্গলবার (১০ জুন) বিষয়টি নিশ্চিত করে জানান, “বুধবার সকালে খসরু ভাই লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেবেন।”
যদিও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করা হলে তিনি ধরেননি, তবে তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন যে, “স্যার বুধবার লন্ডনে যাচ্ছেন।”
The post ড. ইউনূস-তারেক বৈঠক: লন্ডন যাচ্ছেন আমীর খসরু appeared first on Ctg Times.