গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ঈদের সরকারি ছুটির সময়ে ব্যাংকসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশে বসবাসরত ৩২৬৫ জন নাগরিক মোট ১৩,৮১,৮১০ (তের লাখ একাশি হাজার আটশত দশ) টাকা অনুদান পাঠিয়েছেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টটি আবার সংগঠনের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও শেয়ার করেছেন।
কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সংগৃহীত অনুদানের মধ্যে ৭,৬৬,০০০ টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪,৯৮,২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১,১৭,৫৯৬.৪১ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।
তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নিবন্ধন এবং কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইটে (donate.ncpbd.org) অনুদান পাঠাতে পারবেন।
মোস্তাফিজ তার পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে তাদের ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, জনগণের সমর্থন থাকলে এই তরুণ দল কখনো পথ হারাবে না।
The post ক্রাউডফান্ডিংয়ে প্রায় ১৪ লাখ টাকা অনুদান পেয়েছে এনসিপি appeared first on Ctg Times.