মায়ের বুকের দুধ পান করছিল আট মাস বয়সী শিশু ডেভিড চাকমা। হঠাৎ বজ্রপাত কেড়ে নিলো মায়ের কোলে থাকা শিশু ডেভিডের প্রাণ। আহত হলেন মা মিতালি ত্রিপুরাও। 
মঙ্গলবার (১০ জুন) বিকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ডেভিড চাকমার স্বজনরা জানায়, বিকাল ৪টা থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় মিতালি ত্রিপুরা শিশু সন্তানকে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে দুধপান… বিস্তারিত