লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। এরইমধ্যে গুঞ্জন উঠেছে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা এই বৈঠকে যোগ দিতে পারেন।

আজ বুধবার (১১ জুন) প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি সামনে আনেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে যোগ দিতে বিএনপির বেশ কয়েকজন নেতা লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে তিনি এও উল্লেখ করেন যে, কারা যাচ্ছেন, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ড. কনক সরওয়ার তার পোস্টে এই সম্ভাব্য পরিস্থিতিকে ‘উদ্বেগের’, ‘সন্দেহের’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন যে, এই বৈঠক কেবল দুই নেতার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তার মতে, অতিরিক্ত কারও উপস্থিতি বৈঠকের গোপনীয়তা ও স্বাভাবিকতাকে ব্যাহত করতে পারে।

ড. কনক সরওয়ার তার ফেসবুকে লেখেন, ‘ড. ইউনূসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমানের বৈঠকে যোগ দিতে বিএনপির কোন কোন নেতা নাকি লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন! তবে কে কে যাচ্ছেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি! যদি এমন হয় বিষয়টি উদ্বেগের! সন্দেহের এবং উদ্দেশ্যপ্রণোদিত! আমি মনে করি, এই বৈঠক শুধুই দুই নেতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। অতিরিক্ত কারও উপস্থিতি বৈঠকের গোপনীয়তা ও স্বাভাবিকতা ব্যাহত করতে পারে…।’

The post ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে অতিরিক্ত উপস্থিতি নিয়ে কনক সরওয়ারের উদ্বেগ appeared first on Ctg Times.