সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে রেফারির একটি সিদ্ধান্ত বদলে দিতে পারতো ম্যাচের ফলাফল। ম্যাচের ৯৩তম মিনিটে সিঙ্গাপুরের ডি-বক্সের ভেতরে ফাউল করা হয় মোহাম্মদ ফাহিমকে। বাংলাদেশ দল সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন রেফারির কাছে। তবে ম্যাচ রেফারি সেই পেনাল্টি দেননি। রেফারির এমন বিতর্কিত সিদ্ধান্তের কারণে এএফসির কাছে অভিযোগের কথা ভাবছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট আমের খান।

সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথমে দুই গোল হজমের পর এক গোল শোধ দিয়েছিল বাংলাদেশ। রেফারি শেষ সময়ে পেনাল্টি দিলে হয়তো ফলাফলটা ভিন্ন হতে পারতো। রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল দলের প্রধান কোচ কাবরেরাকে। কোচের মতে, এটি নিশ্চিত পেনাল্টি ছিল।

সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘ফাহিমের ওপর যে ফাউলটা হয়েছে, পেনাল্টিটা আমি দেখিনি। তবে আমার মনে হচ্ছে এটা পরিষ্কার পেনাল্টি ছিল। তখন আমরা পুরোদমে আক্রমণে আছি। ফুল প্রেশারে খেলছিলাম, প্রথম গোলটা করার পর। যদি পেনাল্টিটা হতো, ২-২ হতো। আমি যদি ভুল না করে থাকি, ম্যাচটা অন্তত ২-২ শেষ করার সুযোগ আসত। তবে কেন পেনাল্টি হয়নি আমি জানি না।’

এর আগেও বদলি নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল। যার কারণে বেশকিছু সময় খেলা বন্ধ থাকে। ওই সময় খেলা ছিল বাংলাদেশের অনুকূলে, যে সময়টায় খেলা বন্ধ থাকায় ম্যাচের গতিতে ভাটা পড়ে। এদিকে শুধু কোচই নয়, খেলোয়াড়রাও রেফারিং নিয়ে অসন্তোষ ছিল বলে জানিয়েছেন আমের খান।

এই হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।

The post বিতর্কিত রেফারিং নিয়ে এএফসির কাছে অভিযোগের কথা ভাবছে বাংলাদেশ appeared first on Bangladesher Khela.