প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করছে পাঁচবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেয়ার পর ইকুয়েডরের বিপক্ষে বিবর্ণ ফুটবলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিলো সেলেসাওদের। তবে, দ্বিতীয় ম্যাচটা স্মরণীয় করে রাখলেন নবাগত এই কোচ।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে যান ভিনিসিয়াস-রাফিনিয়ারা। যদিও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে কুনিয়ার পাস থেকে দলকে লিড এনে দেন ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচে ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে সেলেসাওরা। ৭৮ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। যদিও শেষ পর্যন্ত আর গোল পায়নি কেউই।
প্যারাগুয়ের বিপক্ষে এই ১-০ গোলের জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্টস টেবিলের তিনে উঠে আসে ব্রাজিল; সেই সাথে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট।
The post ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ব্রাজিল appeared first on Bangladesher Khela.