এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের একইদিনে হেরেছে বাংলাদেশ ও ভারত। হংকংয়ের কাছে হেরে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে পয়েন্ট টেবিলের তলানিতে সুনীল ছেত্রীরা।
মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। তবে এই হারের পরও ভারতের ওপরেই আছে হামজা-শমিতরা। ভারতের ভাগ্যটাও ভালো যায়নি। তারা ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছে হংকংয়ের কাছে।
একটি করে ড্র ও পরাজয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান ১ করে। দুই দলের গোল পার্থক্যও সমান (-১)। কিন্তু জামালরা গোল বেশি করায় পয়েন্ট তালিকার তিনে রয়েছে, আর ভারত আছে চারে।
এদিকে, দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে রয়েছে হংকং। দু’দলই একটি ম্যাচে জয় ও একটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
বাংলাদেশের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে অক্টোবরে। কাবরেরার শিষ্যরা পাঁচদিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবে। প্রথম ম্যাচ হবে নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে।
The post হেরেও ভারতের ওপরে বাংলাদেশ appeared first on Bangladesher Khela.