১৭ বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত নীতি সংলাপে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, কেবল একটি নতুন সরকার নির্বাচনের জন্য রক্ত দেয়নি তরুণরা। নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। ১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।

আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা উল্লেখ করে তিনি বলেন, আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।

খুলনা গেজেট/এএজে

 

The post ১৭ বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.