চরম তাপপ্রবাহের কারণে মে মাসে গ্রিনল্যান্ডের বরফ গলার হার অনেক বেশি ছিল বলে জানিয়েছেন জলবায়ুবিদরা। এ গলন হার ছিল বিগত বছরের গড়ের চেয়ে অনেক দ্রুত এবং বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির বড় শঙ্কা দেখা দিয়েছে।
কোপেনহেগেন থেকে এএফপি জানায়, ডেনমার্কের মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট (ডিএমআই) জানিয়েছে, গ্রিনল্যান্ডের বরফস্তর মে মাসের প্রথম দিকেই ব্যাপক হারে গলতে শুরু করে, যা ওই সময় সাধারণত খুব একটা দেখা… বিস্তারিত