দেশজুড়ে ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা যেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ব্যবহার করে নকল করতে না পারে, সে লক্ষ্যে চীনের বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি সাময়িকভাবে তাদের কিছু ফিচার বন্ধ রেখেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, আলিবাবার ‘কুয়েন’ ও বাইটড্যান্সের ‘ডৌবাও’ অ্যাপ ছবির মাধ্যমে প্রশ্ন শনাক্ত করে উত্তর দেওয়ার ফিচার বন্ধ রেখেছে। টেনসেন্টের ‘ইউয়ানবাও’ ও মুনশটের ‘কিমি’ পরীক্ষার সময়… বিস্তারিত