খাবারের প্লেট হাতে নিয়ে এ ঘর–ও ঘুর খুঁজতে থাকেন মা। হঠাৎ বাড়ির বাইরে থেকে চিৎকার। পাওয়া গেছে ফাহিয়াকে। পুকুরে নিথর ভাসছে তার দেহ।