
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ (বুধবার) দিবাগত মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু করবেন উপকূলীয় জেলা ভোলা ও তৎসংলগ্ন জেলাগুলোর জেলেরা। গত ১৫ এপ্রিল থেকে আজ বুধবার (১১ জুন) দিবাগত মধ্যরাত পর্যন্ত মোট ৫৮ দিন দেশের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলা জেলায় সাগরগামী জেলের মোট সংখ্যা ৬৫ হাজার। এসব জেলেরা ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এই সময়ে সরকার তাদের জন্য মাথাপিছু ৭৮ কেজি করে চাল বরাদ্দ করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল।
তিনি আরও জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলাকালে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের টাস্কফোর্স সাগরে তাদের টহল কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার সকালে সরেজমিন ভোলার মেঘনাপাড়ের তুলাতুলি এলাকায় জেলে পল্লীতে দেখা যায়, ৫৮ দিনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা শেষে সাগরে যেতে জেলেরা সব প্রস্তুতি শেষ করেছেন। তারা জাল, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন।
The post ৫৮ দিন পর সাগরে যাচ্ছেন জেলেরা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.