হামজা-শমিতরা ঢাকা ত্যাগের কয়েক ঘণ্টা পরই দেশ ছেড়েছেন জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২১ দিন ছুটি কাটানোর পর আজ বুধবার (১১ জুন) আবারও স্পেনের উদ্দেশে উড়াল দিয়েছেন স্প্যানিশ এই কোচ।

মাত্র ৩ সপ্তাহ আগে গত ২১ মে বাংলাদেশে ফিরেছিলেন কাবরেরা। ঢাকায় ছিলেন ১১ জুন পর্যন্ত। চলতি বছরে অল্প সময়ই কাটিয়েছেন বাংলাদেশে।

জাতীয় দলের খেলা শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচের পারফরম্যান্স ও দলের অবস্থা নিয়ে কোনো আলোচনা ছাড়াই তার ছুটি নিয়ে নিজ দেশ গমন নিয়ে উঠছে নানা প্রশ্ন।

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও গুরুত্বপূর্ণ ম্যাচের পর দ্রুত দেশ ছাড়ার নজির রয়েছে এই স্প্যানিয়ার্ডের। গত মার্চে ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ শেষে ঢাকায় ফিরে পরদিনই তিনি আবার ফিরে গিয়েছিলেন স্পেনে। এবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষেও একই কাজ করলেন তিনি।

এর আগে, আজ ভোরে দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম একই ফ্লাইটে নিজ নিজ ক্লাবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

The post ঢাকা ছেড়েছেন কাবরেরাও appeared first on Bangladesher Khela.