সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য সরকার। দেশটির জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) যুক্তরাজ্যে থাকা তার সম্পত্তি জব্দ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণে এ কথা বলা হয়েছে।
গণমাধ্যমটির তদন্তকারী ইউনিট (আই-ইউনিট) এ তথ্য প্রকাশ করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।
সাইফুজ্জামান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত সরকারের ভূমিমন্ত্রী এবং বাংলাদেশে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অন্যতম সদস্য। বাংলাদেশেও তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে।
এমন সময় এ খবর আসলো যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফর করছেন। তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানও আছেন।
বিস্তারিত আসছে…..
খুলনা গেজেট/এএজে
The post যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ জব্দ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.