
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি।বুধবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।এ সময়ে সুস্থ হয়েছেন ২ জন।ফলে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়।এতে শনাক্তের হার দাঁড়ায় ৯ দশমিক ৩৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৪৮৬টি।এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ, সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।উল্লেখ্য, দেশে সর্বশেষ ২০২৪ সালের ২৬ জুলাই করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে দীর্ঘ সময় কেউ মারা যাননি।এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
The post আরও ১০ জনের করোনা শনাক্ত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.