বাংলাদেশের প্রবীণ দাবাড়ু সৈয়দা জসিমুন্নেসা খাতুন ওরফে রানী হামিদ এ মাসের শুরুতে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টার্স চেজ টুর্নামেন্টের ২১তম আসরে (৭–১৪ জুন) অংশ নিতে ভারতে যান।
তবে শুরু থেকেই তার এই প্রতিযোগিতামূলক সফর একটি অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়ে। তার সফরসঙ্গী এবং স্বদেশি দাবাড়ু আশিয়া সুলতানাকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতে ঢোকার… বিস্তারিত